রাজু আহমেদ হত্যা মামলায় পাঁচ আসামির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
- / ১৭৬০ বার পড়া হয়েছে
রাজশাহীতে আলোচিত রাজু আহমেদ হত্যা মামলায় পাঁচ আসামির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাঁদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন, আজিজুর রহমান রাজন, সাজ্জাদ হোসেন সাজু, রিংকু, মাহবুব রশীদ রেন্টু ও ইসমাইল হোসেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৯জন বেকসুর খালাস পেয়েছেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচজনকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে রাজশাহী নগরীর নিউমার্কেট এলাকায় ২০১০ সালের ১৫ মার্চ সন্ধ্যায় প্রকাশ্যে রাজু আহমেদ নামের এক যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়।