রাজস্হান রয়্যালসকে ৪ রানে হারালো পাঞ্জাব কিংস

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
রাজস্হান রয়্যালসকে ৪ রানে হারিয়ে আইপিএলে শুভ সূচনা করেছে পাঞ্জাব কিংস। রয়্যালসের হয়ে মাঠে নামলেও অনেক বল নষ্ট করেছেন মুস্তাফিজুর রহমান।
শুরুতেই আগারওয়ালকে হারালেও গেইলের সাথে ভালো পার্টনারশিপ গড়েন কেএল রাহুল। ৪০ করে গেইল ফিরলেও কোন সমস্যা হয়নি। চারে নেমে ২৮ বলে ৬৪ রানের ঝড়ো ইনিংস খেলেন দীপক হুদা। ৫০ বলে ৯১ করেন ক্যাপ্টেন রাহুল। ৪ ওভার বোলিং করে ৪৫ রান খরচ করলেও কোন উইকেট পাননি মুস্তাফিজ। জবাব দিতে নেমে শুরুতেই স্টোকসকে হারায় রয়্যালস। ভোহরা ফেরেন ১২ করে। বাটলার আর পারাগ দুইজনই করেন ২৫ করে। দুবের ব্যাটে আসে ২৩ রান। তবে, একপ্রান্তে চোখ জুড়ানো ইনিংস খেলেন ক্যাপ্টেন সাঞ্জু স্যামসন। শেষ ওভারে দরকার ছিল ১৩ রান। শেষ বলে চাই ৫। সিক্স মারতে গিয়ে আউট হন স্যামসন। ৬৩ বলে ওর ১১৯ রানের ইনিংসটা তাই বৃথাই গেছে।