রাজশাহীর প্রাণ-আরএফএল গ্রুপের কারখানা চালু হলে পাঁচ হাজার লোকের কর্মসংস্থান হবে

- আপডেট সময় : ০৮:৪৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
রাজশাহীর গোদাগাড়ীতে প্রাণ-আরএফএল গ্রুপের বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্কে মৌসুমভেদে এখন আম, টমেটো, জলপাই, পেয়ারাসহ কয়েকটি পণ্য সংগ্রহ ও পাল্পিং করা হচ্ছে। শিগগিরই তরমুজ, আনারস, শসা, অ্যালোভেরারও পাল্পিং শুরু হবে। কারখানা পুরোদমে চালু হলে প্রায় পাঁচ হাজার লোকের কর্মসংস্থান হবে, যার ৯৫ শতাংশ হবে স্থানীয়।
মঙ্গলবার গোদাগাড়ীর আমানতপুরে বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্কে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক কামরুজ্জামান কামাল এ কথা জানান। তিনি বলেন, এ অঞ্চলের কৃষকরা উৎপাদিত ফসল কোন ধরনের মধ্যস্বত্বভোগী ছাড়াই যেন স্বল্প পরিবহন খরচে ন্যায্যমূল্যে বিক্রি করতে পারেন- সেজন্য বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপন করা হয়েছে। এর সুফলও পেতে শুরু করেছেন স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ। তবে গ্যাস সংযোগ পাওয়া গেলে শিগগিরই হিমায়িত খাদ্য ও নুডুলস উৎপাদন শুরু হবে এবং এগুলো বিদেশেও রপ্তানি করা হবে। এজন্য সরকারের আন্তরিক সহযোগিতা চায় প্রাণ-আরএফএল গ্রুপ।