রাজশাহীর তানোরে আওয়ামী লীগের দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১
- / ১৫৭২ বার পড়া হয়েছে
রাজশাহীর তানোরে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছে অন্তত ৬ জন।
বিকেল সাড়ে চারটার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় নেতাকর্মীরা জানান, বিকেলে তানোর উপজেলা পরিষদ হলরুমে আওয়ামী লীগের সভাপতি গোলাম রব্বানীর সভাপতিত্বে বিশেষ বর্ধিত সভা চলছিল। সভা শুরুর কিছুক্ষণের মধ্যেই ওমর ফারুক চৌধুরী এমপির সমর্থকদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে হামলা হয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়ালে ভাংচুরের ঘটনা ঘটে। এ সময় তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও সাংগঠনিক সম্পাদক পাপুল সরকারসহ অন্তত ছয় নেতাকর্মী আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।