রাজশাহীতে সন্দেহভাজন রোগীদের করোনা পরীক্ষা-নিরীক্ষা শুরু হতে যাচ্ছে

- আপডেট সময় : ১১:১০:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
আগামী বুধবার থেকে রাজশাহীতে সন্দেহভাজন রোগীদের করোনা পরীক্ষা-নিরীক্ষা শুরু হতে যাচ্ছে । রাজশাহী বিভাগে এখনো করোনা সংক্রমিত রোগীর সন্ধান পাননি চিকিৎসকরা। তবে আসছে দিনগুলোতে রোগী মিলতে পারে- এমন ধারণা তাদের। তাই করোনা পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগে নতুন করে বসানো হচ্ছে ল্যাব। এপ্রিলের প্রথমদিন থেকেই করোনা শনাক্তের লক্ষ্যে ল্যাবের অবকাঠামোর কাজ চলছে।
ভাইরোলজি বিভাগের প্রধান জানান, এই ল্যাবে করোনা পরীক্ষা-নিরীক্ষার কাজে যুক্ত থাকবেন ৩০ সদস্যের টিম। ঢাকা থেকে অনলাইনে এই টিমকে প্রশিক্ষণও দেয়া হচ্ছে। এদিকে, রোববার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক ব্রিফিংয়ে জানানো হয়,এই বিভাগের আট জেলা থেকেই সন্দেহভাজন রোগীদের নমুনা আসবে এই করোনা ল্যাবে। এ বিষয়ে শিগগিরই ঠিক করা হবে নীতিমালাও। এ করোনা ল্যাবে প্রতিদিন ৬ থেকে ৭ জন রোগীর নমুনা পরীক্ষার সক্ষমতা রয়েছে। আর প্রত্যেক রোগীর রিপোর্ট তৈরি করতে সময় লাগবে ৮ থেকে ১২ ঘন্টা।