রাজশাহীতে ভাড়া বাড়ানোর দাবিতে ইজিবাইক চালকদের ধর্মঘট

- আপডেট সময় : ০৬:২০:১০ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
রাজশাহীতে ভাড়া বাড়ানোর দাবিতে হঠাৎ করে শুরু হয়েছে ইজিবাইক ধর্মঘট। ফলে সকালে স্কুল-কলেজ ও কর্মস্থলের উদ্দেশে বেরিয়ে চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা। ইজিবাইক মালিক-শ্রমিকরা বলছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
প্রতিদিনের মতই সকালে আশেপাশের বিভিন্ন জেলা হতে চিকিৎসাসহ নানা জরুরি প্রয়োজনে রাজশাহীতে আসেন বিপুলসংখ্যক মানুষ। তারা ট্রেন-বাস থেকে নেমেই ইজিবাইকে চড়ে যান গন্তব্যে। একই সময়ে নগরীর কর্মস্থগামী নিম্নআয়ের মানুষও যাতায়াত করেন ইজিবাইকে। কিন্তু হঠাৎ ধর্মঘটে রাস্তায় বেরিয়ে দুর্ভোগে পড়েন তারা।
শিক্ষা প্রতিষ্ঠান গামী শিক্ষার্থীরা পড়েন বিপাকে।
ভাড়া বৃদ্ধির দাবিতে নগর ভবনের সামনে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে ইজিবাইক শ্রমিকরা। এসময় হাসপাতালগামী ইজিবাইক থেকেও রোগীদের নামিয়ে দেয় আন্দোলনকারীরা। (ফুটেজ-২)
তবে মালিক-শ্রমিক সমিতির একাংশের নেতাদের দাবি, সমিতির মধ্যে বিশৃংখলা সৃষ্টকারীরা ধর্মঘট ডেকেছে।
রাজশাহী মহানগরীতে চলাচল করে অন্তত ১৫হাজার ইজিবাইক।