রাজশাহীতে জেএমবি কর্মী আলমগীর হোসেন এবারও পেয়েছেন নৌকা প্রতীক

- আপডেট সময় : ০১:৪০:০৬ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১
- / ১৬৬৯ বার পড়া হয়েছে
রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে জেএমবি কর্মী আলমগীর হোসেন এবারও পেয়েছেন নৌকা প্রতীক। অন্যদিকে ভোলার রাজাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাল আত্মসাতের দায়ে সাময়িক বরখাস্ত চেয়ারম্যান মিজানুর রহমান খানও পেয়েছেন নৌকা প্রতীক। নির্বাচন আগামী ৫ জানুয়ারি।
দলীয় সূত্র জানায়, আবারও নৌকা প্রতীক পাওয়া বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেনের দলে কোনো পদ নেই। গতবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নানা কাণ্ডে বিতর্কিত হওয়ায় প্রথমে তাঁকে দলীয় মনোনয়ন না দিয়ে বাংলা ভাইয়ের আরেক সহযোগী আব্দুস সালামকে মনোনয়ন দেয়া হয়। কিন্তু মনোনয়নপত্র জমা দেয়ার দুই দিন আগে আলমগীরের হাতেই নৌকা প্রতীক তুলে দেয়া হয়। আলমগীরের বিরুদ্ধে হত্যাচেষ্টা, লুটপাট, ভাঙচুরসহ পাঁচটি মামলা বিচারাধীন। স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলেন, ‘এই চেয়ারম্যান বাংলা ভাইয়ের কর্মী ছিলেন। এলাকায় তাঁর বিরুদ্ধে ত্রাসের রাজত্ব কায়েম করার অভিযোগ রয়েছে, কিন্তু তিনিই আবার নৌকা পেয়েছেন।