রাজশাহীতে গণসমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপি

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২
- / ১৮৯৩ বার পড়া হয়েছে
শনিবার রাজশাহীতে গণসমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এদিকে, সমাবেশের দুইদিন আগেই রাজশাহী বিভাগে চলছে পরিবহন ধর্মঘট। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সিটিএসবি শাখার বিশেষ পুলিশ সুপার রকিবুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে আট শর্তে এই অনুমতি দেয়া হয়। অনুমতি পাওয়ার পরপরই সমাবেশস্থলে মঞ্চ তৈরীসহ সাজসজ্জার কাজ শুরু হয়। সমাবেশের দু’দিন বাকি থাকলেও বিভিন্ন জেলা থেকে রাজশাহীতে জড়ো হতে শুরু করেছেন বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা। রাতে সমাবেশ স্থলে প্রবেশ করতে দেয়নি পুলিশ। পরে তারা অবস্থান নেন উত্তরের ঈদগাহ মাঠে। দাবি আদায় করেই ঘরে ফেরার অংগীকার নেতাকর্মীদের। এদিকে..১০ দফা দাবিতে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে নগরীসহ আট জেলায় পরিবহন ধর্মঘট ভোর ৬টা থেকে শুরু হয়।