রাজশাহীতে করোনায় আরো ৮জনের মৃত্যু
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ১২:১২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১
 - / ১৫৬৫ বার পড়া হয়েছে
 
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় আরো ৮জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন করোনা শনাক্ত হওয়ার পর মারা যান।তারা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য জানিয়েছেন।
এনিয়ে গেল এক সপ্তাহে করোনা ওয়ার্ডে ৭১জনের মৃত্যু হলো। ডা. সাইফুল ফেরদৌস আরো জানান, গত ২৪ ঘন্টায় করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ৩৩ জন নতুন রোগী। তাদের মধ্যে রাজশাহীর ১৬, চাঁপাইয়ের ১৪, নওগাঁর ১ ও নাটোরের ২ জন রয়েছেন। এখনও চিকিৎসাধীন রয়েছেন ২৫৭ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ১৭ জন। সংক্রমণ বাড়তে থাকায় সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন মোড়ে মোড়ে বিনামূল্যে করোনা পরীক্ষা করা হচ্ছে।
																			
																		













