রাজশাহীতে করোনা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে

- আপডেট সময় : ০২:৩৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
রাজশাহীতে করোনা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে- এমন আশঙ্কায় বিশেষ টিম গঠন করেছে পুলিশ। জেলা পুলিশের করোনা রেসপন্স টিমের সদস্যরা সংক্রমণ সতর্কতায় কাজ করবে গ্রামে গ্রামে। আর নগরীর প্রতিটি ওয়ার্ডে আলাদা স্বেচ্ছাসেবী টিম প্রস্তুত রেখেছে সিটি কর্পোরেশন। তবে লম্বা ছুটির কারণে কেউ খাদ্য সংকটে পড়লে, তার দায়িত্ব নেবে জেলা প্রশাসন।
করোনা মোকাবেলায় বিপর্যস্ত গোটা বিশ্ব। ভয়াবহ এই ভাইরাস দেশজুড়ে ছড়িয়ে পড়তে পারে-এমন আশঙ্কায় এরইমধ্যে শুরু হয়েছে লম্বা ছুটি। ওষুধ কিংবা খাদ্য কেনার মতো জরুরি প্রয়োজন ছাড়া ঘর হতে বের হওয়া নিষিদ্ধ। এ অবস্থায় করোনা আতঙ্ক গ্রাস করেছে সবাইকে।
রাজশাহীর বিভিন্ন উপজেলায় করোনা হানা দিলে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হতে পারে। তাই আগেভাগেই জেলা পুলিশের পক্ষ থেকে গঠন করা হয়েছে করোনা রেসপন্স টিম। ৩০ সদস্যের এই টিম পরিস্থিতি মোকাবেলায় জরুরী ভিত্তিতে দ্রুত সাড়া প্রদান ও বিদেশ ফেরত নাগরিকদের হোম কোয়ারেন্টাইন মেনে চলা কঠোরভাবে মনিটরিং করবে। নগরীর ৩০টি ওয়ার্ডে প্রস্তুত রাখা হয়েছে স্বেচ্ছাসেবী। পরিস্থিতি অনুযায়ী মাঠে কাজ করবেন আওয়ামী লীগের নেতাকর্মীরাও-জানালেন দলটির মহানগর সভাপতি ও সিটি মেয়র।
এদিকে, দীর্ঘ ছুটির কারণে কর্মহীন হয়ে পড়েছেন শ্রমজীবী মানুষ। তবে খাদ্য সংকটের মতো সমস্যা পড়লে সরকারিভাবে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, ১০ থেকে ২৬ মার্চ পর্যন্ত রাজশাহী বিভাগের আট জেলায় হোম কোয়ারন্টাইনে পাঠানো হয়েছে সাড়ে পাঁচ হাজার ব্যক্তিকে। তবে এখনো করোনা সংক্রমিত কোনো রোগী শনাক্ত হয়নি।