রাজশাহীতে অক্সিজেন সিলিন্ডারের দাম কমানোর দাবিতে মানববন্ধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৪:১৪ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
রাজশাহীতে অক্সিজেন সিলিন্ডারের দাম কমানোর দাবিতে মানববন্ধন হয়েছে।
দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই কর্মসুচির আয়োজন করে ৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদ। এসময় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজশাহীতে এক মাসেরও বেশি সময় ধরে কমছে না করোনা রোগী ও মৃতের সংখ্যা। আক্রান্তদের অধিকাংশেরই জীবন রক্ষায় প্রয়োজন হচ্ছে অক্সিজেনের। কিন্তু কতিপয় অসাধু ব্যবসায়ী করোনা সংকটকে পুঁজি করে অক্সিজেন সিলিন্ডারের দাম তিনগুণ পর্যন্ত আদায় করছে। মুমূর্ষু রোগীদের জিম্মি করে মুনাফা লুটছে তারা। অবিলম্বে অক্সিজেন সিলিন্ডারের দাম কমানোসহ ২৪ ঘণ্টাই রিফিলের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সিটি করপোরেশনের প্যানেল মেয়র সরিফুল ইসলাম বাবুসহ আরো অনেকে।