রাজশাহী-৫ আসনে বিদ্রোহী প্রার্থী নিয়ে বেকায়দায় বিএনপি
- আপডেট সময় : ০৪:০৮:০৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
- / ১৬৪৯ বার পড়া হয়েছে
রাজশাহীর একটি আসনে দুই বিদ্রোহী প্রার্থীকে নিয়ে বেকায়দায় বিএনপি। দল থেকে বহিষ্কার করা হলেও ভোটের মাঠ ছাড়ছেন না রাজশাহী-৫ আসনের প্রভাবশালী দুই সাবেক বিএনপি নেতা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে, রাজশাহী-৪ বাগমারা আসনে প্রচার-প্রচারণায় বাধা ও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন বিএনপি ও জামায়াত প্রার্থী।
জেলার পুঠিয়া ও দুর্গাপুর উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-৫ আসন। এ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন পুঠিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। তবে, আসনটিতে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্রপ্রার্থী হয়েছেন যুক্তরাজ্য জিয়া পরিষদের সহ-সভাপতি ব্যারিস্টার রেজাউল করিম এবং পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শিল্পপতি ইসফা খায়রুল হক শিমুল। স্থানীয়ভাবে তারা দুজনই বিএনপির প্রভাবশালী নেতা। ইতোমধ্যেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বহিষ্কার করা হয়েছে।
দলের তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকদের চাপে নির্বাচনে অংশ নিতে বাধ্য হয়েছেন বলে দাবি দুই সাবেক বিএনপি নেতার।
প্রভাবশালী এই দুই নেতার বিদ্রোহ ধানের শীষের ভোটে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন বিএনপির মনোনীত প্রার্থী।
এদিকে, রাজশাহী-৪ বাগমারা আসনে প্রচার-প্রচারণায় বাঁধা ও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির জন্য পরস্পরকে দুষছেন বিএনপি ও জামায়াতের প্রার্থীরা।
রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ২৬ জন দলীয় প্রার্থী। বাকি তিনজন স্বতন্ত্র প্রার্থী। জয়ের প্রত্যাশা নিয়ে প্রচারণার মাঠে রয়েছেন তারা।


















