রাজশাহী বিভাগে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীদের দ্বন্দ্ব চরমে

- আপডেট সময় : ০৩:০৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- / ১৫০৯ বার পড়া হয়েছে
রাজশাহী বিভাগের মোট ৩৯টি সংসদীয় আসনের বেশির ভাগেই বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দ্বন্দ্ব চরমে। গেলো বছরের ৫ আগস্ট রাজনৈতিক পালাবদলের পর থেকেই মাঠে সক্রিয় মনোনয়ন প্রত্যাশীরা। নিজ-নিজ এলাকায় ব্যানার-ফেস্টুন আর গণসংযোগের মাধ্যমে জানান দিচ্ছেন তাদের প্রত্যাশা। পালন করছেন পাল্টাপাল্টি কর্মসূচি। আর এসব কর্মসূচি থেকেই জন্ম নিচ্ছে অর্ন্তদ্বন্দ্ব। জড়িয়ে পড়ছেন সংঘাতে। তবে ভোটাররা চান যোগ্য প্রার্থী আর ভোটের প্রদানের শান্তিপূর্ণ পরিবেশ।
রাজশাহীর গোদাগাড়ী ও তানোর। দুটি উপজেলা নিয়ে রাজশাহী-১ নির্বাচনী আসন। যেখানে বিএনপি’র দ্বন্দ্ব সবচেয়ে চরমে। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন-গোদাগাড়ী উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন, প্রকৌশলী কেএম জুয়েল, সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন সহ অনেকে। আসনটিতে নিজেদের দ্বন্দ্বে প্রাণ গেছে দুই বিএনপি কর্মীর, বিভিন্ন সময় আহত হয়েছেন অন্তত অর্ধ্বশত নেতাকর্মী। ফুটেজ-০১
দলীয় শৃঙ্খলা রক্ষায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। ইতোমধ্যে অনেককে বহিষ্কারও করা হয়েছে। আসন্ন নির্বাচনে ত্যাগী ও যোগ্যরাই মনোনয়ন পাবেন, বলছেন দলটির কেন্দ্রীয় নেতারা। ফুটেজ-০২
অবশ্য নেতাদের চেয়ে বেশি প্রত্যাশা সাধারণ ভোটারদের। তারা চান শিক্ষিত, জনবান্ধব ও সৎ প্রার্থী, আর ভোট প্রদানের শান্তিপূর্ণ পরিবেশ।ফুটেজ-০৩
পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপে মিলবে সকল সংকটের সমাধান। এমনটাই প্রত্যাশা দলটির তৃণমুলের নেতাকর্মীদের। ফুটেজ-০৪