রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৩০:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯
- / ১৫৯২ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহরাব মিয়াকে মারধরের প্রতিবাদে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
সকাল ১১টা থেকে মহাসড়ক অবরোধ করে তারা। এ সময় সড়কের দু’পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যসহ পুলিশ কর্মকর্তারা অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানালেও অভিযুক্ত ছাত্রলীগ কর্মী আসিফ লাক ও হুমায়ুন কবির নাহিদকে গ্রেফতার করা না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেয় আন্দোলনকারীরা। এর আগে, গেলো রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলে ল্যাপটপ চুরির অপবাদ দিয়ে ফিন্যান্স বিভাগের সোহরাবকে রড দিয়ে পিটিয়ে তার হাত ভেঙে দেয় ছাত্রলীগকর্মী আসিফ ও নাহিদ।

















