রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৯২ জন

- আপডেট সময় : ১২:১৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৯২ জন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় ২২ জনের মৃত্যু হয়েছে। এই মৃতের সংখ্যা সর্বোচ্চ দ্বিতীয়।
খুলনার ১৩০ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড হাসপাতালে ২৪ ঘন্টায় ৮ জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ১জন এবং গাজী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ১জন ।
সাতক্ষীরার মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জনসহ করোনা আক্রান্ত মোট ১৪ রোগী মারা গেছেন। হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন বিপর্যয়ের অভিযোগ উঠেছে।
এদিকে, গেল ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আরো ৮ জনের মৃত্যু হয়েছে। সব রোগীরা আইসিইউতে ছিলেন।
গেল ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গে ৭ জেলায় মারা যান আরও ৩৮ জন। এর মধ্যে চট্টগ্রামে ৫, যশোরে ১১, কুষ্টিয়ায় ৯ এবং ফরিদপুরের ৫জন । এছাড়া চুয়াডাঙ্গায় এবং দিনাজপুরে ৪ জন করে ৮ জনের মৃত্যু হয়েছে।