রাজবাড়ীতে ট্রাক, মাইক্রোবাস ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের ৬ জনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৬:২৩ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
রাজবাড়ীর কালুখালী উপজেলায় ট্রাক, মাইক্রোবাস ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন।
পুলিশ জানায়, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ী অভিমুখী ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। দুর্ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছে। হাসপাতালে নেওয়ার পথে আরও ৩ জন মারা যায়। আহতদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মধ্যে ৩ জন মহিলা, ২ জন শিশু ও একজন পুরুষ। নিহত সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
এদিকে, খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরো অন্তত ২০ জন। নিহতদের মধ্যে একজন মোটরসাইকেলচালক। তিনি এরিস্টোফার্মা ফার্মা নামে একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। আরেকজন বাস যাত্রী খালেক গাজী। তিনি দুর্ঘটনার সময় বাসের জানালা দিয়ে লাফ দিলে বাসের চাকার পিষ্ট হয়ে মারা যান।