রাজবাড়ীতে অপরিকল্পিতভাবে চত্রা নদী পুনঃখনন করায় ক্ষতিগ্রস্থ হয়েছে সাধারণ মানুষ

- আপডেট সময় : ০৬:২৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৮১ বার পড়া হয়েছে
রাজবাড়ীর বালিয়াকান্দিতে অপরিকল্পিতভাবে চত্রা নদী পুনঃখনন করায় ক্ষতিগ্রস্থ হয়েছে সাধারণ মানুষ। এতে করে দু’টি গুরুত্বপুর্ণ সড়কে ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। চরম দুর্ভোগ পড়েছে এলাকার মানুষ। খনন কাজের তত্ত্বাবধায়ক পানি উন্নয়ণ বোর্ড, এজন্য অপরিকল্পিত সড়ক নির্মাণকে দায়ি করছে।
গড়াই নদী ও সিরাজপুর হাওড়ের উৎপত্তিস্থলের চত্রা নদী পুন:খনন করায় উপজেলার নারুয়া বাজার থেকে লাঙ্গলবাঁধ ঘাট ও বালিয়াকান্দি-পাংশা সড়কের বেশি কিছু অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত চত্রা সেতু’র দু’পাড় ভেঙ্গে যাওয়ায়, সেটিও এখন চরম ঝুঁকিতে রয়েছে।
স্থানীয়রা জানায়, গভীরতা বিচারে চত্রা নদী নতুন করে খননের দরকার ছিল না। এতে উপকারের চেয়ে ক্ষতি হয়েছে বেশি। নারুয়া বাজার থেকে মরাবিলা সড়কটি নদীগর্ভে চলে যাওয়ায় যানবাহন চলাচল করতে পারছেনা। অপরিকল্পিতভাবে খননের অভিযোগ করেন তারা।
নদী খনন করার পর থেকেই দু’টি সড়কে ভাঙ্গন দেখা দেয়। সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসার ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এলাকাটি ঘুরে দেখেছেন। অপরিকল্পিতভাবে সড়ক নির্মাণ করা হয়েছে বলে মনে করেন, এই কর্মকর্তা। শিগশিরই সমস্যার সমাধান ও ক্ষতিপূরণ দাবি করেছে এলাকাবাসী।