রাজনৈতিক ফায়দা লোটার অপতৎপরতা থেকে বিরত থাকার আহবান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
করোনা সংকটে জনগণের পাশে না দাঁড়িয়ে বিএনপি সরকারের সমালোচনা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি ।
দেশের এই সংকটময় পরিস্থিতিতে বিএনপি নেতাদের রাজনৈতিক ফায়দা লোটার অপতৎপরতা থেকে বিরত থাকারও আহবান জানান ওবায়দুল কাদের । এদিকে সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির পক্ষ থেকে বিভিন্ন হাসপাতাল, সামাজিক ও পেশাজীবী সংগঠনের মাঝে করোনাভাইরাস প্রতিরোধে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। এ সময় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানাসহ অনেকে উপস্থিত ছিলেন।