রাজনৈতিক কর্মসূচিতে জনভোগান্তি হলে, নিষেধাজ্ঞা আরোপ হতে পারে : ডিএমপি কমিশনার
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৪:৪০ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
- / ১৮৭৭ বার পড়া হয়েছে
রাজনৈতিক কর্মসূচিতে জনগণের ভোগান্তি হলে বাধ্য হয়ে এসব কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হতে পারে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুক।
সকালে রাজধানীর লালবাগ হোসেনি দালান ইমামবাড়ায় পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া মিছিল উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, কাল রাজধানীতে সমাবেশের জন্য আওয়ামী লীগ, বিএনপিসহ ৯টি দল আবেদন করেছে। পর্যালোচনা করে কয়েকটি দলকে অনুমতি দেয়া হবে। পুলিশ কমিশনার বলেন, যারা অনুমতি পাবেন, তাদের রাজনৈতিক সমাবেশ করা গণতান্ত্রিক অধিকার। কিন্তু জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ডিএমপির দায়িত্ব। যারা সমাবেশে আসবেন তারা যেন লাঠি-সোটা বা ব্যাগ না নিয়ে আসেন সেজন্য সতর্ক থাকার আহ্বান জানান খন্দকার গোলাম ফারুক।

















