রাজনীতিবিদ ও প্রশাসনের সংবাদ বর্জনের ডাক দিয়েছেন কুষ্টিয়ার সাংবাদিক সমাজ
- আপডেট সময় : ০৫:৫১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় রাজনীতিবিদ ও প্রশাসনের সব ধরনের সংবাদ বর্জনের ডাক দিয়েছেন স্থানীয় সংবাদকর্মীরা।
দুপুরে প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেন স্থানীয় সাংবাদিকদের সবগুলো সংগঠন। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকরা লাঞ্ছিত হন। এ সময় পুলিশ সুপারসহ পুলিশের অন্য কর্মকর্তারা সাংবাদিকদের নিরাপত্তার ব্যবস্থা না করে দ্রুত সভাকক্ষ ত্যাগ করেন। এ ঘটনায় সাংবাদিক নেতারা জেলার শীর্ষ রাজনৈতিক নেতাদের স্মরণাপন্ন হয়েও কোন প্রতিকার পাননি। ফলে শুক্রবার প্রেসক্লাবে জরুরী সভার মাধ্যমে সংবাদ বর্জনের সিদ্ধান্ত নেন তারা।
এদিকে, বরগুনার তালতলীতে দুই সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। সকালে তালতলী বাজারের উজ্জল চত্বরের সামনে তালতলী সাংবাদিক ইউনিয়নের ব্যানারে এই মানববন্ধন হয়। এসময় হামলাকারীদের আটক করতে পুলিশকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন তারা। অন্যথায় কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারি দেয়া হয়।
















