রাজধানীসহ সারাদেশে বাড়ছে কিশোর অপরাধ
- আপডেট সময় : ০৭:৩৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১
- / ১৬৯৭ বার পড়া হয়েছে
রাজধানীসহ সারাদেশে বাড়ছে কিশোর অপরাধ। বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে কিশোর গ্যাং। ধর্ষণ, ছিনতাই, মাদক ব্যবসা তো আছেই– এমনকি এসব গ্যাংয়ের হাতে এখন জীবনও হারাচ্ছেন অনেকে। রাজধানীর দারুস সালাম ও হাজারিবাগে অভিযান চালিয়ে এমন দুটি গ্রুপের ১৬ জনকে গ্রেফতার করেছে রেব। এদেরকে যারা মদদ দিচ্ছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে রেব।
২০১৭ সালের জানুয়ারির রাজধানীর উত্তরায় ডিসকো বয়েজ ও নাইট স্টার গ্রুপের অন্তর্দ্বন্দ্বে ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র আদনান হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আলোচনায় আসে কিশোর গ্যাং। ২৪ ফেব্রুয়ারি বাসা থেকে ডেকে নিয়ে বানানী স্টার কাবাবের পাশের রাস্তায় ছুরি মেরে হত্যা করা হয় কিশোর মোহাম্মদ শাকিলকে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন কিশোরকে আটক করে পুলিশ।
গেলো ১২ জানুয়ারি দুপুরে রাজধানীর মুগদায় খুন হয় কিশোর মেহেদি হাসান। এ হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অন্তত ১৫ কিশোরের সম্পৃক্ততা পাওয়া যায়।
পুলিশের তথ্য মতে, গত ১৭ বছরে ঢাকায় কিশোর অপরাধীদের হাতে ১২০ জন খুন হয়েছে।২০১৮ সাল থেকে গত জানুয়ারি পর্যন্ত রাজধানীতে হওয়া ৩৬৩টি ছিনতাইয়ের নেপথ্যেও ছিল কিশোর অপরাধীরা।
রাজধানীর বেশকিছু এলাকায় অভিযান চালিয়ে নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং ডন সাগর ও মুন্না গ্রুপের ১৬ জনকে গ্রেফতার করে র্যানব। উদ্ধার করা হয় ছুরি,চাপাতি, হোল্ডিং চাকুসহ বেশকিছু অস্ত্র।
এসব চক্রকে পেছনে যারা মদদ দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কিনা, এমন প্রশ্নে র্যা বের নিজের অবস্থানের কথা জানান তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গেলো এক মাসে ১১ টি কিশোর গ্যাং এর ৬২ জনকে আইনের আওতায় এনেছে র্যা ব ২।























