কুরবানির পশুর দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতা বিক্রেতাদের

- আপডেট সময় : ০৭:৩০:২৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন জায়গা থেকে রাজধানীর হাটগুলোতে উঠেছে বিপুল পরিমাণ গরু, ছাগল, মহিষসহ বিভিন্ন গবাদি পশু। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে এসব হাটে বেচাকেনা। হাটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে দরদাম নিয়েই বেশি ব্যস্ত থাকতে দেখা যায়। তবে পশুর দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতা বিক্রেতাদের মাঝে।
কুরবানির পশু কিনে হাট থেকে ফেরার চির চেনা এ দৃশ্য,ঈদের আনন্দকে বাড়িয়ে দেয় কয়েকগুন।
রাজধানীর আফতাবনগর হাটে এবার কুরবানির পশুর সরবরাহ অনকেটাই বেশী।
এখনো নতুন করে পশুর গাড়ি নিয়ে হাটে আসছেন ব্যাপারীরা।এ সেছে ভারতীয় পশুও । কিন্তু গেলো কদিন ধরে যারা হাটে এসেছেন, তাদের অনেকেই বলছেন, পশুর মূল্য সেভাবে দিতে চাচ্ছেন না ক্রেতারা।
গোপালগঞ্জ থেকে আনা বিশালদেহী এই গরুটির নাম সম্রাট। ব্যাপারী দাম হাঁকছেন ৮ লাখের উপরে।
পুরুষদের পাশাপাশি নিজের কুরবানির পশু কিনতে আসছেন নারীরাও। দাম নিয়ে বেশিরভাগ ক্রেতাই সন্তুষ্ট ।তবে বিপরীত কথাও বলছেন কেউ কেউ।
পাবনার এই ব্যাপারী পরেছেন মহাবিপদে। এখনো গরু বিক্রি করতে পারেননি। । উল্টো গেল রাতে হারিয়েছেন সঙ্গে আনা একটি গরু।
বিধি নিষেধ না মানায় গাবতলি পশুর হাটের ইজারাদারকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।