রাজধানীর মিরপুরে পল্লবী থানায় বিস্ফোরণে চার পুলিশ সদস্য ও একজন সাধারণ নাগরিক আহত

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০
- / ১৮৪৬ বার পড়া হয়েছে
রাজধানীর মিরপুরে পল্লবী থানায় বিস্ফোরণে চার পুলিশ সদস্য এবং একজন সাধারণ নাগরিক আহত হয়েছেন। ভোরে থানা পুলিশের হাতে গ্রেফতার আসামির সঙ্গে থাকা ভারী বস্তু বিস্ফোরণে আহত হন তারা ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার ওয়ালিদ হোসেন জানান, মিরপুর থানা পুলিশ তিন আসামিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তাদের সঙ্গে অস্ত্র এবং ভারী একটি বস্তু ছিল। ভোরে ওই ভারী বস্তুটি হঠাৎ বিস্ফোরিত হলে ৪ জন পুলিশ সদস্যসহ ৫ জন আহত হয়।আহতদের প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর একজন পুলিশ সদস্যকে সেখান থেকে চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। দুইজন পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। এছাড়া, একজন পুলিশ সদস্য এবং একজন সাধারণ নাগরিক বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। আসামীদের সঙ্গে থাকা দু’টি বোমা নিস্কৃয় করেছে পুলিশ।