রাজধানীর বিভিন্ন বাজারে ভেজাল বিরোধী অভিযান বিএসটিআই’র

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
- / ১৬৪৩ বার পড়া হয়েছে
রাজধানীর বিভিন্ন বাজারে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিএসটিআইয়ের ৫ সদস্যের একটি দল এই অভিযান পরিচালনা করেন। এসময় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া পণ্য বিক্রি, ওজনে কম দেয়া, বেশি দামে পণ্য বিক্রিসহ নানা অপরাধে জরিমানা করা হয়। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া সরিষার তেল বিক্রি করায় মালিবাগ বাজারে এক দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা করেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতিমা লিজা। পুরো রমজান মাসে তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান বিএসটিআইয়ের সহকারী পরিচালক জিসান তালিকদার।