রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো দর্শনার্থীদের পদচারণায় মুখরিত
- আপডেট সময় : ১১:৫৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২
- / ১৬০৪ বার পড়া হয়েছে
ঈদের ছুটি শেষ হলেও রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো দর্শনার্থীদের পদচারণায় মুখরিত। ঈদ ছুটির সাথে বাড়তি মাত্রা যোগ করেছে সাপ্তাহিক ছুটির দিন। শেষ মূহুর্তে বিনোদনপ্রেমী নগরবাসী ভিড় করেন বিনোদন কেন্দ্রে।
ছুটির দিন মানেই কর্মব্যস্ত জীবনের ক্লান্তি ঘোচাতে শহরের কোলাহল ছেড়ে প্রিয়জনকে সাথে নিয়ে প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানো।
তাই একটুখানি ফুসরৎ পেলেই উন্মুক্ত খোলা আকাশের নিচে প্রাণ ভরে নি:শ্বাস নিতে চায় রাজধানীর বিনোদন প্রেমীরা।
ছোট পরিসরে হলেও ভালো আয়োজন শ্যামলী শিশুমেলা। শিশুদের জন্য বিশ্রামের ব্যবস্থা থেকে শুরু করে রয়েছে বিভিন্ন রাইড। শিশুরা তার সাথে মিলে যায় মনের আনন্দে।
নগরীর আকর্ষনীয় স্থান মুক্তিযুদ্ধ জাদুঘর। বইয়ের পাতায় ইতিহাস দেখে উৎফুল্ল শিশু- কিশোরা।
হাতিরঝিলের আলোকসজ্জা দেখতে গরম উপেক্ষা করেই ভিড় করে নগরবাসী। স্বজনদের সাথে নিয়ে মৃদু বাতাসে স্বস্তির খোঁজে তারা।
হাতিরঝিলের পার সৌন্দর্য উপভোগে সময় কাটান নগরবাসী।




















