রাজধানীর বাজারে এখনও কমেনি পেঁয়াজের ঝাঁঝ
- আপডেট সময় : ০২:১২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০
- / ১৬৩৯ বার পড়া হয়েছে
রাজধানীর বাজারে এখনও কমেনি পেঁয়াজের ঝাঁঝ। নতুন করে দাম বেড়েছে মুদি পণ্য ও খাসির মাংসের। গেল সপ্তার মতোই বাড়তি গুণতে হচ্ছে সয়াবিন তেলের দামও। কারওয়ান বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন শিউলী আখতার।
পাইকারি বাজারে এখনও দেশি পেঁয়াজ ১৩০, চায়না ৫৫, মিশরের ৭৫ এবং পাকিস্তানী ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তাই, আবারও বাজার মনিটরিংয়ের উপরই জোর দিচ্ছেন ক্রেতারা। বিক্রেতা ও ব্যবসায়ীদের দাবি, বেশি লাভের আশায় এবার কৃষকরা আগেই মাঠ থেকে পেঁয়াজ তুলে নেয়াসহ বৃষ্টির কারণে দাম বেড়েছে।
এ সপ্তায় সবজির বাজার কিছুটা সহনীয় থাকলেও সবধরনের মাছে এক থেকে দেড়শো টাকা বাড়তি শুণতে হচ্ছে ক্রেতাদের। গরুর মাংসের দাম স্থিতিশীল থাকলেও খাসির মাংস বিক্রি হচ্ছে ৯ শো থেকে ১ হাজার টাকা কেজি। আর ব্রয়লার মুরগী কেজি প্রতি বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৩০ টাকায়। এদিকে, সবধরণের মুদিপণ্যে দাম ১০ থেকে ১৫ টাকা; আর সয়াবিন তেলের দাম এখনও ৮ টাকা বাড়তি লিটার।























