রাজধানীর দক্ষিণখানে বেসরকারি প্রতিষ্ঠানে টিকা পাওয়ার ঘটনায় মামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
রাজধানীর দক্ষিণখানে বেসরকারি প্রতিষ্ঠানে টিকা পাওয়ার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ।আটক বিজয় কৃষ্ণ তালুকদারসহ মামলায় আসামী করা হয়েছে আরো তিনজনকে।
দুপুরের পর বিজয়কে আদালতে তুলে দশদিনের রিমান্ড চাইবে পুলিশ। তিনি কীভাবে মডার্নার টিকা পেয়েছেন, আর কতজনকে ভ্যাকসিন দিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানতে তাকে জিজ্ঞাসাবাদ এবং অধিকতর তদন্তের জন্য রিমান্ডের আবেদন করা হবে বলেও জানায় পুলিশ। বিজয় কৃষ্ণ তালুকদার দরিদ্র পরিবার সেবা সংস্থা নামে একটি ফার্মেসির মালিক। রাজধানীর দক্ষিণখানে তার ফার্মেসি থেকে ২০ ডোজ মডার্নার ভ্যাকসিন উদ্ধার করে পুলিশ। বুধবার রাতে অভিযান চালানো হয়।























