রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেসে দুর্বৃত্তের আগুন
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০১:৩৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
 - / ২০৮৬ বার পড়া হয়েছে
 
রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এক বগি থেকে মা, শিশুসন্তানসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভোর পাঁচটার পর এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন—নাদিরা আক্তার পপি ও তাঁর ৩ বছরের ছেলে ইয়াছিন। বাকি দুজন পুরুষ। তাঁদের পরিচয় জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণের পর মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাকিবুল হাসান জানান, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি নেত্রকোণা থেকে ছেড়ে আসে। এটি তেজগাঁও স্টেশন ছেড়ে চলা শুরু করতেই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
																			
																		
















