রাজধানীবাসীর ঈদ আনন্দ উৎযাপনে নতুন মাত্রা যোগ করেছে মেট্রোরেল

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩
- / ১৭০৫ বার পড়া হয়েছে
রাজধানীবাসীর ঈদ আনন্দ উৎযাপনে নতুন মাত্রা যোগ করেছে মেট্রোরেল। ঈদের তৃতীয় দিনে পরিবার পরিজন নিয়ে ঈদ উৎযাপনে উত্তরা থেকে আগারগাঁও মেট্রোরেল ভ্রমণ করেন অনেকে। স্বল্প সময়ের রেল ভ্রমণে উচ্ছ্বসিত নাগরবাসী।
আগারগাঁও স্টেশনের ৩য় তলায় কনকর্ড হলের লাইন এটি। এরা সবাই টিকিট কেটেছেন তিন তলার প্লাটফমে উঠতে।
ঈদের ৩য় দিন সকাল ৮টা থেকে আবারও শুরু হয়েছে মেট্রোলেল চলাচল। ঈদের ছুটিতে পরিবার নিয়ে মেট্রোরেল ভ্রমণে এসেছেন অনেকেই।
ঈদের ছুটিতে বিভিন্ন বিনোদন কেন্দ্র ভীড় থাকলেও নগরবাসীর নতুন আগ্রহ মেট্রোরেল। দল বেঁধে ছুটছেন অনেকেই । অনেকে দাঁড়িয়ে মেট্রোরেলের প্লাটফর্মে।
মেট্রোরেলের অভিজ্ঞতা যারা এখনও নেননি, তারাও এসেছেন ঈদের ছুটিতে। অনেকের চোখে মুখে জ্বলে ওঠে উচ্ছ্বাস।
মেট্রোরেল প্রত্যেকের জীবনে এনেছে নতুন একমাত্রা। নতুন এক অভিজ্ঞতা।