রাজধানীতে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে বিএনপির মানববন্ধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ। সারা বিশ্বে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে দিবসটি পালিত হচ্ছে।
দিবসটি উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সমানে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে মানববন্ধনের আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ।
এতে নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুলসহ সমগ্র পল্টন জুড়ে ছিলো বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সমাগম। মানববন্ধনে স্বজন হারানো মানুষের উপস্থিতি বলে দেয় প্রিয়জনকে ফিরে পাওয়ার আকুতি কতটা।
২০০৬ সালের ২০ ডিসেম্বর গুম হওয়া সব ব্যক্তির জন্য আন্তর্জাতিক সনদ হিসাবে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়।
২০১০ সালের ডিসেম্বরে ‘ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রটেকশন অব অল পারসন্স এগেইনেস্ট এনফোর্সড ডিসঅ্যাপিয়্যারেন্স’ সম্মেলনে যে আন্তর্জাতিক সনদ কার্যকর হয় তাতে ৩০ আগস্টকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস ঘোষণা করা হয়।