রাজধানীতে গার্ডার দুর্ঘটনায় ঠিকাদার প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্তির নির্দেশ প্রধানমন্ত্রীর

- আপডেট সময় : ০৬:৪১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
রাজধানীর উত্তরায় গার্ডারের দুর্ঘটনায় ঠিকাদার প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্তির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে এ ঘটনায় দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও বলেন তিনি। একনেক সভায় রাশিয়া থেকে তেল কেনার উপায় খুঁজতেও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভা শেষে সংবাদ সম্মেলন এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক সভা অনুষ্ঠিত হয়। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভায় ২ হাজার ৫০৫ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে ৬টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এসময় আন্তর্জাতিক বাজার পরিস্থিতি দেখে জ্বালানি তেলের দাম শিগগির কমানোর কথা বলেন প্রধানমন্ত্রী।
দেশে দ্রব্যমুল্যের দাম অস্বাভাবিক বাড়ায় জনগণের কষ্ট লাঘবে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেন সরকার প্রধান।
সভায় উত্তরায় গার্ডার দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট জানার পর, ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
সভাশেষে প্রধানমন্ত্রীর এই নির্দেশনার কথা জানান পরিকল্পনামন্ত্রী।
জ্বালানী তেলের সমস্যা সমাধানে রাশিয়া থেকে তেল কেনার উপায় খুঁজার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
সেপ্টেম্বর মাস থেকে দেশে আর কোনো লোডশেডিং থাকবে না বলে আশা প্রকাশ করেন এম এ মান্নান।