রাঙ্গামাটিতে ৪দিন ব্যাপী পর্যটন মেলার উদ্বোধন
																
								
							
                                - আপডেট সময় : ০৫:১৬:১০ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
 - / ১৯২৯ বার পড়া হয়েছে
 
“পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ” এই প্রতিপাদ্যে সারাদেশে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।
নাটোরে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কালেক্টরেট ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। প্রদক্ষিণ করে এলাকার প্রধান প্রধান সড়ক । পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা হয়। এতে প্রশাসক আবু নাছের ভূঁঞার সভাপতিত্ব করেন।
রাঙ্গামাটিতে ৪দিন ব্যাপী পর্যটন মেলার উদ্বোধন করা হয়। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রশাসন আয়োজনে কুমার সমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গনে পর্যটন মেলার উদ্বোধন শেষে আলোচনা সভা হয়।
দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদের নেতৃত্বে রেলি বের হয়। রেলিতে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।
পটুয়াখালীর কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবসে বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে পর্যটকসহ বিভিন্ন শ্রণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
পঞ্চগড়ের ঐতিহাসিক দুর্গনগরী ভিতরগড়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হয়েছে।
রংপুরে পর্যটন দিবস দিবস উপলক্ষে শোভাযাত্রা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, পর্যটন পুলিশসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে নড়াইল জেলা প্রাশাসনের আয়োজনে আলোচনা সভা ও র্যা লি অনুষ্ঠিত হয়েছে। “পর্যটনে পরিবেশ বান্ধব বিনিয়োগ ” প্রতিপাদ্যকে সামনে নিয়ে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি রেলী বের হয়ে শহরের সড়ক প্রদক্ষিন করে।
																			
																		














