রাঙ্গামাটিতে সহকর্মীর গুলিতে জেএসএস এমএন লারমা দলের কমান্ডার বিশ্ব চাকমা নিহত
- আপডেট সময় : ০৩:০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
রাঙ্গামাটিতে সহকর্মীর গুলিতে জেএসএস এমএন লারমা দলের কমান্ডার বিশ্ব চাকমা নিহত হয়েছেন। সাভারে অজ্ঞাত যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানায়, প্রতিদিন রাতে বিশ্ব চাকমা ওরফে যুদ্ধ চাকমার নেতৃত্বে এলাকায় সামরিক টহল দিত একদল সশস্ত্র সন্ত্রাসী। মঙ্গলবার রাতে সশস্ত্র অবস্থায় তাকে গুলি করা হয়। দলের একটি সূত্র জানায়, ঘাতক তারই সহকর্মী সুজন চাকমা। হত্যার পর যুদ্ধ চাকমার কাছে থাকা-সাব মেশিন গান,রাইফেল,পিস্তল এবং ২শ’ ৫৭ রাউন্ড গুলি নিয়ে ঘাতক সুজন পালিয়ে যায় বলেও জানা যায়। নিহত যুদ্ধ চাকমা চার বছর আগে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস থেকে জেএসএস এমএন লারমা দলে যোগ দেয়। এ ঘটনার পর এলাকার আতঙ্ক বিরাজ করছে।
সাভারে অজ্ঞাত এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃওরা। সকালে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খরব দেন স্থানীয়রা । পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।























