রাঙামাটিতে নেমেছে পর্যটকের ঢল
- আপডেট সময় : ০৭:০৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- / ১৫০৬ বার পড়া হয়েছে
টানা তিন দিনের সরকারী ছুটিকে কেন্দ্র করে রাঙামাটিতে নেমেছে পর্যটকের ঢল। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পর্যটকদের পদচারণায় মুখর জেলার পর্যটন স্পটগুলো। কাপ্তাই হ্রদের সৌন্দর্য আর পাহাড়ি প্রকৃতি দেখে মুগ্ধ পর্যটকরা। এদিকে, জেলার হোটেল-মোটেলগুলোর সব রুম বুকিং হয়ে গেছে। পর্যটক বাড়ায় হঠাৎ চাঙা হয়ে উঠেছে রাঙামাটির পর্যটন-সংশ্লিষ্ট অন্যান্য সব ব্যবসা-বাণিজ্য।
বড়দিনের ছুটি আর দু’দিনের সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে বৃহস্পতিবার থেকেই রাঙামাটিতে নামতে থাকে পর্যটকের ঢল। জেলার পর্যটন স্পটগুলোতে এখন তিল ধারণের ঠাঁই নেই। রাঙামাটিতে অবস্থিত দক্ষিণ এশিয়ার বৃহত্তম জলাশয় কাপ্তাই হ্রদ এখন পর্যটকদের অন্যতম আকর্ষণ। সেই সাথে শীতের পাহাড়ি প্রকৃতি দেখে মুগ্ধ পর্যটকরা।
গত দু’দিনে রাঙামাটিতে ৫০ হাজারেরও বেশী পর্যটকের আগমন ঘটেছে বলে জানান সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। পর্যটক বাড়ায় চাঙা হয়ে উঠেছে পর্যটন-সংশ্লিষ্ট অন্যসব ব্যবসা-বাণিজ্য। শহরের হোটেল-মোটেলের অধিকাংশ সীট আগাম বুকিং হয়ে যাওয়ায় নতুন আসা পর্যটকরা পড়ছেন অনিশ্চয়তায়।
শীত বাড়ার সাথে সাথে ডিসেম্বর-জানুয়ারিতে আরো পর্যটক বাড়ার প্রত্যাশা সংশ্লিষ্টদের।























