রাঙামাটিতে দুর্বৃত্তদের গুলিতে নিহত জেএসএস নেতা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
রাঙামাটির সদর উপজেলাধীন বন্দুকভাঙ্গা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছে জেএসএস নেতা আবিস্কার চাকমা।
জানা যায়, নিহত আবিষ্কার চাকমা এলাকায় সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা হিসেবে পরিচিত ছিলেন। বিগত সময়ে বাঘাইছড়ি এলাকার দায়িত্বে থাকলেও সম্প্রতি আবিষ্কার চাকমা রাঙ্গামাটির লংগদু, নানিয়ারচর ও সুবলংয়ের দায়িত্ব পালন করছিলেন। বন্দুকভাঙ্গা ইউনিয়নের কিচিং আদম এলাকায় তার অবস্থানের খবর জানতে পেরে প্রতিপক্ষ গ্রুপ হামলা চালিয়ে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। পরে মৃতদেহটি উদ্ধার করে রাঙ্গামাটি হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।