রাঙামাটিতে ইউপিডিএফ সদস্য রূপান্ত চাকমাকে ব্রাশফায়ারে হত্যা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২১:১৭ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩
- / ১৭৪০ বার পড়া হয়েছে
রাঙ্গামাটির সাপছড়ি ইউনিয়নে ইউপিডিএফ সদস্য রূপান্ত চাকমা ওরফে লেজাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে ছক্রাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
রূপান্ত চাকমাকে নিজেদের দলের সংগঠক বলে দাবি করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট। বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, সকালে ইউপিডিএফ সদস্য রূপান্ত চাকমা সাংগঠনিক কাজে যাওয়ার জন্য বের হলে আগে থেকে ওঁত পেতে থাকা জেএসএস সন্তু লারমা গ্রুপের একদল সন্ত্রাসী তাকে লক্ষ্য করে ব্রাশফায়ার করে। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। রাঙ্গামাটি কোতয়ালি থানার ওসি বলেন, নাড়াইছড়ি এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।