রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আজও একাডেমিক ভবনের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৭:১৪ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আজও একাডেমিক ভবনের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ফারহানা ইয়াসমিনের স্থায়ী বহিষ্কারের দাবিতে এই অবস্থান কর্মসূচি এখন শান্তিপূর্ণভাবে পালনের কথা জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। তদন্ত ও প্রশাসনিক কাজে সহায়তার জন্য এমন সিদ্ধান্ত। শনিবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আশ্বাসে আন্দোলন শিথিল করে প্রশাসনিক ভবনের তালা খুলে দিয়েছিলো তারা।