রংপুরে শতাধিক পত্রিকা হকারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৬:২১:২৬ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০
 - / ১৫৪৮ বার পড়া হয়েছে
 
রংপুরে শতাধিক পত্রিকা হকারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা পুলিশ।
দুপুরে নগরীর প্রেসক্লাব চত্বরে পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার দুস্থদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। এসময় জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেন, করোনা দুর্যোগে সারাদেশেই দুস্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে পুলিশ সদস্যরা।এরই অংশ হিসেবে জেলা পুলিশের উদ্যোগে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে। দুর্যোগ মোকাবেলায় জনগণের পাশে সব সময় পুলিশ সদস্যরা থাকবে বলেও জানান তিনি।
																			
																		













