রংপুরে পালিত হয়েছে কৃষক হত্যা দিবস
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৪:২৪ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
কৃষক বাচাও দেশ বাচাও– স্লোগানে রংপুরে পালিত হয়েছে কৃষক হত্যা দিবস।
দিবসটি উপলক্ষে রংপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা ও মহানগর কৃষক লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কৃষক লীগ রংপুর মহানগর যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম যাদু সভাপতিত্বে আলোচনা সভায় দলটির সভাপতি কামরুজ্জামান পাটোয়ারী মিঠু, সাধারন সম্পাদক তহিদুল ইসলাম তুহিন বক্তৃতা করেন। উল্লেখ্য ১৯৯৫ সালের ১৫ই মার্চ মাসব্যাপী বিএনপি-জামাত জোট সরকারের শাষনামলে সারাদেশে সরকার নির্ধারিত মুল্যে সারের দাবীতে আন্দোলন করতে গিয়ে শহীদ হয় ১৮ কৃষক। তখন থেকেই দিনটিকে কৃষক হত্যা দিবস হিসেবে পালন করে আসছে কৃষকলীগ।























