রংপুরে নির্বাচনী ব্যালট বিপ্লব ঘটাতে চায় বিএনপি
- আপডেট সময় : ০৫:০২:২৫ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
- / ১৫০৫ বার পড়া হয়েছে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির দুর্গখ্যাত রংপুরে নির্বাচনী ব্যালট বিপ্লব ঘটাতে চায় বিএনপি। অন্যদিকে, দুর্গ রক্ষায় মরিয়া জাতীয় পার্টি। তবে দল দুটির সাংগঠনিক বাস্তবতা ও প্রস্তুতির চিত্র ভিন্ন ভিন্ন আলোচনার জন্ম দিলেও ফলাফল জানা যাবে ভোটের দিন ১২ ফেব্রুয়ারি।
আসন্ন সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে কি না এ নিয়ে ধোঁয়াশা ছিল তফশিল ঘোষণার পর থেকে। কিন্তু রংপুরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টির চেয়ারম্যান মনোনয়নপত্র সংগ্রহ করায় নির্বাচনে অংশগ্রহণ নিয়ে জাতীয় পার্টির অবস্থান এখন অনেকটাই পরিষ্কার।
এদিকে, নিজেদের শক্ত অবস্থান ধরে রাখতে জোর প্রস্তুতি নিয়েছে জাতীয় পার্টি। প্রচার-প্রচারণা, নেতাকর্মীদের সক্রিয়তা এবং সাংগঠনিক তৎপরতায় ব্যস্ত সময় পার করছে দলটি। নিরপেক্ষ নির্বাচন হলে অনেক ভালো ফলাফল করবে বলে মনে করেন দলটির অন্যতম শীর্ষ এই নেতা।
এদিকে,নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক হিসাব-নিকাশ, উত্তেজনা আর কৌশল। এবার ব্যালট বিপ্লবের মাধ্যমে রংপুর বিভাগের ৩৩টি আসন নিজেদের দখলে নিতে চায় বিএনপি।
সব মিলিয়ে রংপুরে নির্বাচনী লড়াইয়ে উত্তাপ বাড়ছেই। নব উদ্যমে নির্বাচনী মাঠ দখলে মরিয়া বিএনপি, আর দুর্গ রক্ষায় সতর্ক জাতীয় পার্টি। শেষ পর্যন্ত কারা হাসবে বিজয়ের হাসি সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।




















