রংপুরে জমজমাট ঈদবাজার
- আপডেট সময় : ০১:৩৮:২১ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
- / ১৬৮৬ বার পড়া হয়েছে
রংপুরে জমে উঠেছে ঈদের বাজার। মধ্যরাত ও সেহরী পর্যন্ত চলছে কেনাকাটা। বিশেষ করে তৈরি পোশাক, শাড়ি-থান কাপড়ের দোকানগুলোতে উপচে পড়া ভিড়। অন্যান্য বছরের চেয়ে এবারের পোশাকে এসেছে নতুনত্ব। কাপড়ের দাম কিছুটা বাড়তি হলেও তা নিয়ে ক্রেতাদের খুব একটা অভিযোগ নেই।
রংপুরের বিভিন্ন শপিংমলের পোশাকের দোকানগুলোতে প্রতিদিন কোটি কোটি টাকার কাপড় বেচাকেনা হচ্ছে। এবারও ক্রেতাদের প্রথম পছন্দ তৈরি পোশাক। আড়ং, বেনারসি পল্লী,আম্ব্রেলা, জনতা ট্রেডিং, দরজি বাড়ি, ইজি, রয়ালিটিসহ বিভিন্ন দোকানে ক্রেতা সমাগম ব্যাপক। বিশেষ করে নারীদের উপস্থিতি চোখে পড়ার মতো। কেউ কেউ দাম নিয়ে কিছুটা আপত্তি জানালেও পছন্দের পোশাক কিনতে পেরে স্বস্তি প্রকাশ করেন অনেকেই।
এবারে নতুন নতুন কালেকশনে বেচাকেনা ভালো হওয়ায় খুশি ব্যবসায়িরা। তবে বিশ্ব বাজার অনুযায়ী পোশাকের দাম খুব একটা বাড়েনি বলে দাবি ব্যবসায়িদের।
রংপুরের দোকানগুলোতে আশেপাশের জেলা থেকেও আসছেন ক্রেতারা। ঈদের আগের দিন চাঁদরাত ভোর পর্যন্ত বেচাকেনা চলবে বলে জানান ব্যবসায়ীরা।





















