রংপুর মহানগরীর জলাবদ্ধতা এখন নিত্য সঙ্গী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
রংপুর মহানগরীর জলাবদ্ধতা এখন নিত্য সঙ্গী। দখল-দূষণ আর বাসাবাড়ির ময়লায় ভরাট হয়ে শ্যামাসুন্দরী ও কেডি খাল এখন নগরবাসীর দু:খে পরিণত হয়েছে। খাল দুটির পানিপ্রবাহ সচল না থাকায় অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার শিকার হয় নগরবাসী।
পানিতে টইটম্বুর এই চিত্র রংপুর সিটির। আসছে বর্ষার আগে পানি নিষ্কাশণের একমাত্র মাধ্যম শ্যামাসুন্দরী ও কেডি খালকে দখল ও দুষনমুক্ত করে তা খনন করার দাবি নগরবাসীর।
প্রায় সাড়ে ৪ বছর নগরীর মেয়রের দায়িত্বে আছেন মেয়র মোস্তাফিজার রহমান। কিন্ত নগরীর জলাবদ্ধতা দূর করতে তেমন কোন কার্যকর ব্যবস্থা নিতে পারেনি তিনি ।
ভূমি ব্যবস্থাপনায় থাকা জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড চায় স্থায়ীভাবে নগরীর জলাবদ্ধতা দূর করতে।
জলাবদ্ধতার কবল থেকে নগরবাসীকে রক্ষা করতে শ্যামাসুন্দরী ও কেডি খাল খনন, সংস্কার এবং দখলমুক্ত করার দাবী স্থানীয়দের।