যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত : বিজিবি মহাপরিচালক
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০১:০১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪
 - / ১৮০০ বার পড়া হয়েছে
 
যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।
রাজধানীতে স্থাপিত বিভিন্ন নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন শেষে সকালে মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে সারাদেশে নির্বাচনকালীন বিজিবি মোতায়েন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করার সময় তিনি একথা বলেন। বিজিবি মহাপরিচালক বলেন, সন্দিপের মত জায়গায়ও প্রথমবারের মত ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। অন্যান্য বাহিনীর সাথে মিলে তারা দায়িত্ব পালন করবে। বড় নাশকতার আশংকা না থাকলেও যে কোন ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি নেয়া আছে। নিজস্ব গোয়েন্দা বাহিনীও তথ্য সংগ্রহে মাঠে আছে। মানুষ নিরাপত্তা অনুভব করলে অবশ্যই ভোট দিতে আসবে বলেও জানান মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।
																			
																		














