যেই আন্দোলনে জনসম্পৃক্ততা নেই, সেই আন্দোলন কখনো সফল হয় না : শিক্ষামন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩
- / ১৮৮৭ বার পড়া হয়েছে
শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যেই আন্দোলনে জনসম্পৃক্ততা নেই, সেই আন্দোলন কখনো সফল হয় না। বিএনপি সবসময় ঈদের পর আন্দোলনের ডাক দেয়। তারা শুধু হাঁক-ডাকে সীমাবদ্ধ থাকে বলে মন্তব্য করেন তিনি।
সকালে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে স্কুল শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ শেষে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী আরো বলেন, বাঙ্গালী বীরের জাতি। তাই কোন চাপের কাছে এদেশের মানুষ মাথা নত করে না। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী।
























