যে কোনো মূল্যে বিদেশে অর্থ পাচার বন্ধ করতে হবে

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৩:২৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০
- / ১৬০৩ বার পড়া হয়েছে
যে কোনো মূল্যে বিদেশে অর্থ পাচার বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন বানিজ্যমন্ত্রী টিপু মুনশি। সকালে রাজধানীর একটি হোটেলে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
এসময় বানিজ্যমন্ত্রী আরো বলেন, পন্য আমদানি ও রপ্তানির নামে ওভার ইনভয়েসিং এর মাধ্যমে বিদেশে অর্থ পাচার বন্ধে সংশ্লিষ্ট সবার সতর্ক থাকতে হবে। অন্য প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনা ভাইরাস আতংকের কারনে দেশের কাঁকড়া ও কুইচ্চা শিল্পের ক্ষতি পুষিয়ে নিতে করণীয় নিয়ে আলোচনা করছে বানিজ্য মন্ত্রণালয়। এর আগে আন্তর্জাতিক বানিজ্য বিষয়ক দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন বানিজ্যমন্ত্রী।