যুবলীগের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬২৭ বার পড়া হয়েছে
জামালপুর ও সাভারে যুবলীগের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
জামালপুর জেলা যুবলীগের আয়োজনে সকালে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কম্বল বিতরণ করেন জেলার সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী ও জেলা যুবলীগের নেতাকর্মীরা।
এদিকে, সাভারে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে কেন্দ্রীয় যুবলীগ। দুপুরে সাভার বাজার বাসষ্ট্যান্ড এলাকায় প্রায় এক হাজার অসহায় মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসিম পাভেল।




















