যুবদল কর্মী হত্যার প্রতিবাদে সারাদেশে বিএনপির বিক্ষোভ সমাবেশ

- আপডেট সময় : ০৫:০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জে যুবদল কর্মী শাওন হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় আজও বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। কিশোরগঞ্জে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশতাধিক । বিভিন্ন জেলার সমাবেশে পুলিশী হামলা বন্ধের দাবি জানান নেতাকর্মীরা। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন তারা।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ার সৈয়দগাঁও থেকে মিছিল নিয়ে উপজেলা সদরে প্রবেশ করতে চাইলে বাধা দেয় পুলিশ। বাধা পেয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিএনপির নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এতে আহত হন বেশ কয়েকজন নেতা কর্মী।
রংপুরে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলের পর সমাবেশে বিএনপি নেতারা বলেন, যুবদল নেতা শাওন হত্যায় জড়িত পুলিশকে আইনের আওতায় আনতে হবে। না হলে আরও কঠোর আন্দোলন করা হবে।
নারায়নগঞ্জে যুবদল নেতা শাওনকে গুলি করে হত্যা এবং বিএনপি’র বিভিন্ন কর্মসূচিতে হামলার প্রতিবাদে বরিশালে প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় বিএনপি।
নাটোরের তেবাড়িয়ায় জেলা, উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল এবং ছাত্রদল নেতারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সমাবেশে নেতারা….যুবদল কর্মীর হত্যায় দোষীদের বিচারের জোর দাবি জানান।
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করতে বিএনপি নেতাকর্মীদের গুলি করে হত্যা করছে সরকার। ময়মনসিংহের নতুনবাজারে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।
ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপি। পরে সমাবেশে নেতারা শাওন হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবি জানান।
নারায়ণগঞ্জে যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করা হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতারা।
যশোরের লালদীঘি পাড়ে জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ হয়।
কুড়িগ্রামে জেলা বিএনপি দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে দাদামোড় পৌঁছালে বাঁধা দেয় পুলিশ। পরে সমাবেশের নেতারা বলেন, গুলি করে আন্দোলন বন্ধ করা যাবেনা। প্রতিবাদ চলবে।
দিনাজপুরে বিএনপি’র বিক্ষোভ সমাবেশে অবিলম্বে সারাদেশে বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশ ও ছাত্রলীগের হামলা বন্ধ করার হুঁশিয়ারী দেয়া হয়। নেতারা বলেন, দেশ রক্ষায় লাগাতার আন্দোলনে নামবে বিএনপি।
এছাড়াও কুষ্টিয়া ও পটুয়াখালীতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনএপি।