যুব বিশ্বকাপের মিশন শুরু করছে আজ বাংলাদেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
যুব বিশ্বকাপের মিশন শুরু করছে আজ বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগার যুবারা। সেন্ট কিটসে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচ।
টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। শিরোপা ধরের রাখার মিশনে বিশ্বকাপের প্রস্তুতিটা ভালো হয়েছে সফরকারীদের। একমাত্র প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়েকে ১৫৫ রানে হারিয়েছে রাকিবুল হাসানেরা। তাই আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে তারা। তানজিদ হাসান ও রাকিবুল হাসানদের হাত ধরে আরও একবার শিরোপা উৎসব করতে মরিয়া বাংলাদেশ। সেজন্য ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করতে চায় তারা। ইংল্যান্ডের বিপক্ষে অতীত পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ। শেষ পাঁচবারের দেখায় শতভাগ জয় টাইগার যুবাদের।