যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর অর্থ পাচারের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকে দুদকের চিঠি

- আপডেট সময় : ০৮:০০:২৭ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর যুক্তরাষ্ট্রে ২৫ মিলিয়ন ডলার পাচারের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট ..বিএফআইইউ-কে চিঠি পাঠিয়েছে দুদক।
দুদকের নথিপত্র বলছে, বাংলাদেশ ব্যাংকের চোখ ফাঁকি দিয়ে আমেরিকার সিটি ব্যাংক এনএ’র মাধ্যমে ইলেকট্রনিক ট্রান্সফার পদ্ধতিতে দেশটির কেসিডি অ্যান্ড অ্যাসোসিয়েটসের হিসাব নম্বরে ২৫ মিলিয়ন ডলার পাঠানো হয়েছিলো। প্রায় ৯ বছর আগে এ বিষয়ের তদন্ত শুরু করে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা প্রতিষ্ঠান বিএফআইইউ। মীর কাশেম আলীর সেই ২৫ মিলিয়ন ডলার ফেরাতে কার্যক্রম শুরু করেছে এখন দুদকের মানি লন্ডারিং ইউনিট। এরইমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে আইনি সহায়তামূলক চিঠি এমএলএআর। বিএফআইইউ কি ব্যবস্থা নিয়েছে তার তথ্যও জানতে চেয়েছে দুদক। মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের বিচারকে প্রশ্নবিদ্ধ করতে এবং নিজে বাঁচতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে প্রভাবশালী লবিস্টদের পেছনে বিপুল পরিমাণ অর্থ ঢেলেছেন জামায়াত নেতা মীর কাশেম আলী।তবে, শেষ রক্ষা হয়নি।যুদ্ধাপরাধের দায়ে ২০১৬ সালের ৩রা সেপ্টেম্বর ফাঁসিতে ঝুলিতে তার মৃত্যুদণ্ড কার্যকর হয়।