যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে পুনঃগঠনের মাধ্যমে এগিয়ে নিয়ে যান বঙ্গবন্ধু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ.ম. রেজাউল করিম বলেছেন, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে পুনঃগঠনের মাধ্যমে এগিয়ে নিয়ে যান বঙ্গবন্ধু।
সকালে পিরোজপুর সার্কিট হাউজ মিলনায়তনে করোনায় ক্ষতিগ্রস্থ ৪৫ জন খেলোয়াড়, প্রশিক্ষক ও ক্রীড়া সংগঠকদের মাঝে ৭ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাকিম হাওলাদার ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকিবসহ অন্যরা।